Neuron Nursing Coaching – Diploma, Midwifery & B.Sc Nursing Preparation

আমাদের সম্পর্কে কিছু কথা।

মানব সেবায় নার্সিং একটি নোভেল প্রফেশন, দিন দিন সারা বিশ্বে এর গুরুত্ব বাড়ছে। বাংলাদেশের নার্সিং বইয়ের প্রকাশনা জগতে নিউরন পাবলিকেশন স্বনামধন্য ও গৌরবউজ্জল একটি নাম। এই নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত দেশের একমাত্র কোচিং “নিউরন নার্সিং কোচিং”। বর্তমানে দেখা যাচ্ছে নিউরন নামের সাথে কিছু যোগ করে কিংবা সরাসরি নিউরন নামে ও বেনামে অনেক কোচিং চালাচ্ছে যাতে নিউরন পাবলিকেশনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। প্রিয় নার্সিং শিক্ষার্থী ও নার্সিং এর সাথে জড়িত আপনাদের কথা মাথায় রেখেই আমরা নিউরন পাবলিকেশন ” নিউরন নার্সিং কোচিং” পরিচালনা করে আসছি । আমাদের কোচিং-এর লোগো এবং পাবলিকেশন এর লোগো দেখে ভর্তি হন যাতে আপনাদের প্রতারিত হতে না হয়। আমাদের নার্সিং বিষয়ক একাডেমিক বই ও ভর্তি গাইড গুলো সারা বাংলাদেশে খুবই জনপ্রিয়। তাই প্রতারিত না হয়ে আসল নিউরন নার্সিং কোচিং এ ভর্তি হন। “এইচ আল হাসিব” এবং “সাইফুল সাইফ” দ্বারা পরিচালিত নিউরন নার্সিং কোচিং এ ভর্তি হন।

Neuron Nursing Coaching – Diploma, Midwifery & B.Sc Nursing Preparation

1998-2025 সাল পর্যন্ত ঈর্ষান্বিত সফলতাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে নিউরন পরিবার।

শিক্ষার মূল উদ্দেশ্য হলো একজন শিক্ষার্থীর সুপ্ত মেধা ও প্রতিভাকে বিকশিত করা, তার চিন্তা শক্তিকে ত্বরান্বিত করা এবং তাকে ধৈর্যশীল, আত্মবিশ্বাসী, নীতিবান ও দায়িত্ববান মানুষ হিসাবে গড়ে তোলা, এই নীতিকে সামনে নিয়ে শুরু থেকেই ইউসিসি পরিবারের পথচলা । সততা, নিষ্ঠতা, সেবা ও পরিবর্তনের মন মানসিকতা নিয়ে হাটি হাটি পায়ে ২৭ টি বছর অতিক্রম করেছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি । এগিয়ে চলেছে পরিবর্তনের প্রত্যয় নিয়ে, এগিয়ে চলেছে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন নিয়ে।

আমাদের মিশন।

নিউরন নার্সিং কোচিং কেন্দ্রের মিশন হলো শিক্ষার্থীদের সঠিক, আধুনিক এবং পূর্ণাঙ্গ নার্সিং শিক্ষা প্রদান করা। আমরা তাদের শুধুমাত্র পরীক্ষায় উত্তীর্ণ করাই নয়, বরং ক্লিনিকাল দক্ষতা, রোগী পরিচর্যা এবং পেশাগত নৈতিকতা শেখানোর মাধ্যমে তাদের ভবিষ্যতের ক্যারিয়ারে সক্ষম করে তুলি। আমাদের কোর্স, পাঠ্যপুস্তক এবং অনুশীলন কেন্দ্রিত প্রশিক্ষণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী এবং দক্ষ নার্স হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।

আমাদের ভিশন।

নিউরন নার্সিং কোচিং কেন্দ্রের ভিশন হলো দেশের নার্সিং শিক্ষার মানকে উন্নত করা এবং শিক্ষার্থীদের জন্য একটি বিশ্বস্ত ও আধুনিক শিক্ষা কেন্দ্র তৈরি করা। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী শিক্ষাগত এবং পেশাগত ক্ষেত্রে সাফল্য অর্জন করুক, যাতে তারা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথে নেতৃত্ব দেওয়া এবং তাদের একটি দৃঢ়, সক্ষম এবং প্রফেশনাল নার্স হিসেবে গড়ে তোলা।

আমাদের কেন নির্বাচন করবেন?

teacher

অভিজ্ঞ ও যোগ্য শিক্ষক

আমাদের শিক্ষকমণ্ডলী বহু বছরের অভিজ্ঞতা নিয়ে শিক্ষার্থীদের সাফল্যের পথে প্রস্তুত করে।

smart

আধুনিক শিক্ষণ পদ্ধতি

ক্লাসরুম, অনলাইন ও মক টেস্টসহ আধুনিক পদ্ধতিতে শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করে।

medical team

প্রমাণিত সাফল্য

হাজারো শিক্ষার্থী আমাদের কোর্সে প্রস্তুতি নিয়ে ভর্তি পরীক্ষায় সাফল্য পেয়েছে।

কেমন তারা, ‍সফল যারা।

ভর্তি যুদ্ধে জয়ী হতে নিউরন Best Choose

আমাদের আছে দেশ সেরা একগুচ্ছ শিক্ষক প্যানেল আমাদের ২৭ বছরের অভিজ্ঞতায় তৈরী গাইড লাইন তো আছেই।

আমাদের সম্পর্কে শিক্ষার্থীদের মতামত।